8 C ·Traduzir

“ইচ্ছা জিবনটা যদি ফুলের মতো সুন্দর হতো…”
জীবনের প্রতিটি সকাল শুরু হতো নতুন রঙে, নতুন সুগন্ধে। ঠিক যেমন একটা ফুল সূর্যের আলোয় খুলে পড়ে, আমরাও তেমনি প্রতিদিন নিজেকে খুলে দিতাম পৃথিবীর সৌন্দর্যের সামনে। থাকত না কোনো হতাশা, না কোনো কষ্টের ছোঁয়া—থাকত শুধু কোমলতা, সৌন্দর্য আর মায়া।

জীবনটা যদি হতো একখানি গোলাপ—তবে কাঁটাগুলোও থাকত, কিন্তু তাদেরও একটা উদ্দেশ্য থাকত, শেখাত কিভাবে সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকে কিছু কঠিনতা। প্রতিটি মুহূর্ত হতো উপভোগের, প্রতিটি মানুষের মাঝে থাকত সুবাস ছড়ানোর আকাঙ্ক্ষা।

একটা ফুল যেমন তার চারপাশকে রাঙিয়ে তোলে, আমরাও আমাদের ভালোবাসা, সম্মান আর সহানুভূতি দিয়ে পৃথিবীকে একটু বেশি রঙিন করে তুলতাম।
কিন্তু বাস্তবের জীবনটা ফুল নয়—তবুও আমরা যদি চাই, তাহলে ভালোবাসা দিয়ে জীবনকে ফুলের মতো করে তোলা যায়। একটু হাসি, একটু সহানুভূতি, আর একটু সময় দিলেই হয়তো আমাদের চারপাশটাই ফুলে ভরে উঠতে পারে। 🌸💫

জীবনটা হোক ফুলের মতো—সুন্দর, শান্ত আর সুবাসিত।

image
image