ইচ্ছা জিবনটা যদি ফুলের মতো সুন্দর হতো…”
জীবনের প্রতিটি সকাল শুরু হতো নতুন রঙে, নতুন সুগন্ধে। ঠিক যেমন একটা ফুল সূর্যের আলোয় খুলে পড়ে, আমরাও তেমনি প্রতিদিন নিজেকে খুলে দিতাম পৃথিবীর সৌন্দর্যের সামনে। থাকত না কোনো হতাশা, না কোনো কষ্টের ছোঁয়া—থাকত শুধু কোমলতা, সৌন্দর্য আর মায়া