কষ্টের ক্যাপশন
১. "হাসি মুখে থাকি, কিন্তু ভিতরে চলতে থাকে এক নিঃশব্দ যুদ্ধ।"
২. "ভালোবাসা যদি একতরফা হয়, তাহলে সেটা কেবল কষ্টই দেয়।"
৩. "সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু সময় তো শুধু কষ্টটা গভীর করে।"
৪. "চেষ্টা করেও ভুলতে পারি না, কারণ কিছু স্মৃতি কাঁটার মতো বুকে বিঁধে থাকে।"
৫. "যাকে চোখের পানি দেখাতে চেয়েছিলাম, সে চোখেই নেই এখন।"
৬. "কেউ কেউ শুধু স্মৃতির পাতায় ভালোবাসে, বাস্তবে নয়।"
৭. "চোখের জল লুকাতে পারি, কিন্তু হৃদয়ের যন্ত্রণা কে দেখবে?"
৮. "কখনো কখনো নীরবতা অনেক বেশি কিছু বলে দেয়।"
৯. "একজন মানুষ বদলে গেলে কতোটা অচেনা হয়ে যেতে পারে, তা কেবল কষ্টই শেখায়।"
১০. "কিছু সম্পর্ক শেষ না হলেও মনের মধ্যে অনেক আগেই শেষ হয়ে যায়।"
Saymon Ahmed
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?
Saymon Ahmed
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?