• যে নিজের জন্য যা কাম্য মনে করে, তা অন্যের জন্যও কামনা করে না, সে কখনো প্রকৃত ঈমানদার নয়। – আল হাদিস
• দান করা প্রত্যেক মুসলমানেরই কর্তব্যকর্ম। যার দান করার সামর্থ নেই, সে যেন সৎকার্য করে, অন্তত সে যেন অসৎকার্য পরিহার করে চলে। এ হচ্ছে ওর পক্ষে দানের সমতুল্য। – আল হাদিস