ছেলেটা এত মেজাজের সাথে কথা বলছে আশাবরী একেবারে থমকে যায়,,,একটুও ভয় নেই,,,সমানে চোখ রাঙিয়ে কথা বলছে সবার সাথে,,,আশাবরী আর কিছু বলতে গেলো না,,,চুপ করে গেছে,,আবার হয়তো চিৎকার করে উঠবে,,,সেই লোকটা তখনো হাতে পায়ে পড়ার মতো করছে,,,ছেলেটা শুনলো না,,,ছবি তুলেই ছাড়লো,,,"এই তোর ছবি তুলে রাখলাম,,,যে কোনো দিন ই ভাইরাল করে দেবো,,,যা করিসনি তাও বলে দেবো,,,তখন বুঝবি কেমন লাগে!!!গায়ে হাত দেওয়া!!!দেবো হাতটা ভেঙে,, আর কোনোদিন বৌ কে জড়িয়ে ধরতে পারবি না,, দেখবি!!!"
লোকটা হাত জোড় করে দাঁড়িয়ে ই আছে,,,ইমন জোরে,,"যা ভাগ,,,আজকে একটা ভালো জায়গায় যাচ্ছি,,,দিলো মুড খারাপ করে,,,এর চেয়ে বাইক নিয়ে গেলে ভালো হোতো"
Saymon Ahmed
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?