বন্ধুরা, সান্ডা একটি সাধারণ বন্যপ্রাণী — যার পেছনে লুকিয়ে আছে অসংখ্য কুসংস্কার ও ভুল বিশ্বাস।
সত্যি কথা হলো, এদের তেল বা মাংস কোনো অলৌকিক ঔষধ নয়। বরং এটা একটি নিষ্ঠুর ব্যবসা, যার কারণে এক প্রজাতি বিলুপ্তির পথে।
আপনারা যদি প্রকৃতি ও প্রাণীদের ভালোবাসেন, তাহলে এই ধরণের অবৈধ কাজ থেকে দূরে থাকুন। সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।