তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বপেক্ষা উত্তম, যে চরিত্রের দিক দিয়ে উত্তম। – আল হাদিস
• কোনো মহিলা যখন তার উপর নির্ধারিত পাঁচ ওয়াক্ত নামায পড়বে, রমযানের রোযা রাখবে, লজ্জাস্থানের হিফাযত করবে এবং স্বামীর অনুগত থাকবে তখন সে বেহেশতের যে দরজা দিয়ে ইচ্ছা ঢুকতে পারবে। – আল হাদিস