যদি কোনো স্ত্রীলোক (পরিবারে) অশান্তি সৃষ্টি না করে স্বামীর ঘর থেকে কিছু দান করে কিংবা যদি কোনো স্ত্রীলোক স্বামীর ঘর থেকে কাউকে কিছু খেতে দেয় তবে সে সাওয়াব পাবে এবং তার স্বামীও অনুরূপ সাওয়াব পাবে। আর খাজাঞ্চিও ঐ পরিমাণ সাওয়াব পাবে। স্বামী এজন্য পাবে যে, সে উপার্জন করেছে। আর স্ত্রী পাবে যেহেতু সে দান করেছে। – আল হাদিস
• হে মুসলিম মহিলাগণ! এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে অল্প পরিমাণ দান করাকে যেন তুচ্ছ মনে না করে। যদিও তা বকরির একটি খুর (পায়া) হয়। – আল হাদিস