• ঈমানের ৭০টিরও বেশি শাখা-প্রশাখা রহিয়াছে উহার মধ্যে সর্বোত্তম (প্রধান) শাখা হইল লা ইলাহা ইল্লাহতে বিশ্বাস করা ও সাক্ষ্য দেওয়া। আর সর্বাপেক্ষা নিম্ন শাখা হইতেছে পথের মধ্য হইতে কষ্টদায়ক জিনিসসমূহ দূর করা, আর হায়া বা লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। – আল হাদিস