• হযরত আবু হোরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, আচ্ছা বলত যদি তোমাদের কাহারো দরজার কাছে একটি পানির ফোয়ারা (পুকুর) থাকিত, যাহাতে সে দৈনিক পাঁচবার গোসল করে, তাহার শরীরে কি কোন ময়লা অবশিষ্ট থাকিতে পারে? তাহারা (ছাহাবীরা) বলিলেন, তাহার শরীরে কোন ময়লা থাকিতে পারে না। রাসূল (স) বলিলেন, পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ এইরূপই, (নামাজী দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত পড়ার ফলে) ইহাদের বিনিময়ে আল্লাহ (নামাজীর) আপরাধসমূহ মোচন করিয়া দেন। – আল হাদিস