বাংলাদেশ শুধু মুসলিমদের দেশ না এইটা সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসীসহ সব ধর্ম ও জাতিগোষ্ঠীর।
তাই টাকার নোটে মসজিদের ছবি থাকলে যেমন গর্ব করি, তেমনি মন্দিরের ছবি থাকলেও সম্মান দেখানো উচিত।
মন্দিরের ছবি ইসলামকে অপমান করে না, বরং আমাদের ধর্মীয় সহাবস্থান আর সৌহার্দ্যের প্রতীক।
ইসলাম কখনোই অজ্ঞতা কিংবা বাড়াবাড়িকে সমর্থন করে না।
ধর্ম নিয়ে আবেগী না হয়ে জ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গিই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।