কাউকে বলি নি কেনো বাড়ি যাচ্ছি না, কাউকে বুঝাতে চাই নি ঈদে ছুটি না হওয়ার কারণ।

পথচারী বৃদ্ধ মানুষেরা আমাকে বোঝে, আমার গা ঘেঁষে এসে বলে যায়, বাড়ির লাগি মন খারাফ করছেন নি স্যার? আমনেরা ঈদে বাড়ি চলি গেলে আমাদের বাড়ি পাঠাবি কিরা?

সাথে ৩-৪ টা ব্যাগ গার্মেন্টস কর্মী, মহিলাটার বাচ্চা কোলে করে বাসে তুলে দিলে বোনের দৃষ্টিতে তাকিয়ে হাসি হেঁসে হাত উঁচু করে বিদায় দেয়। বৃদ্ধা এসে বলে "সোনার টুকরার মতো মুখ অমন কালো করে রাখে কেন স্যারে"? বীরপুরুষেরা আবার অতকিছু ভাবে? হাসেন স্যার, হাসেন!

জ্বালানী দিয়ে যায় ওরা, আমি জ্বলতে থাকি, চলতে থাকি, দায়িত্বে নিয়োজিত থাকি।

7 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 timmar ·Översätt

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

7 timmar ·Översätt

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।