মহিলা বললেনঃ খলীফা কি ইন্তেকাল করেছেন?
গভর্নর বললেন, হাঁ।
গভর্নর মহিলাকে বললেন,আপনার সমস্যা হবে না আমরা তাঁর নির্দেশ মতো কাজ করে দিব ইনশাআল্লাহ।
কঠিন শব্দের অর্থঃ
বিবাহ যোগ্য পাত্রী অথচ সেদিকে মানুষের ভ্রুক্ষেপ নেই , কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে না, তাদেরকে বলা হয় ‘ বানাতুন কুসলুন কুসদুন’
তথ্য সূত্র:/ সীরাত উমর বিন আব্দুল আযীয,লেখক: ইবনু আবদিল হাকাম
সূত্র