Ø নিশ্চিত ভাবেই সফলকাম হয়েছে মুমিনরা।
Ø যারা নিজেদের নামাযে বিনয়ী ও নম্র।
Ø যারা বাজে বা বেহুদা কথা কাজ থেকে দুরে থাকে।
Ø যারা তাজকিয়া বা পরিশুদ্ধির ব্যাপারে কর্মতৎপর হয়।
Ø এবং যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে।
Ø তবে তাদের স্ত্রীদের ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে না রাখলে তারা তিরস্কৃত হবে না।
Ø তবে যদি কেউ তাদের ছাড়া অন্য কাউকে (যৌন ক্ষুধা মেটাবার জন্য) কামনা করে তবে তারা হবে সীমালংঘনকারী।Ø এবং যারা তাদের আমানতসমূহ এবং ওয়াদাচুক্তির (অঙ্গীকার) রক্ষনাবেক্ষন করে।
Ø এবং যারা তাদের নামাযসমূহ যথাযথভাবে সংরক্ষন করে।
Ø তারাই (এসব গুনের অধিকারী) উত্তরাধিকার লাভ করবে
Ø তারা উত্তরাদিকার হিসাবে ফিরদাউস পাবে এবং সেখানে চিরদিন থাকবে।
নামকরনঃ