সুন্দর, পাপমুক্ত সমাজ বিনির্মাণের ক্ষেত্রে জবাবদিহিতার কোন বিকল্প নেই। আজ আমাদের সারাটি সমাজ পাপ-পঙ্কিলতায় জরাজীর্ণ। চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অপহরণ, ধর্ষণ, জোরদখল, ঘুষ, দুর্নীতি, খিয়ানতসহ অসংখ্য অপরাধে আজ) মানুষ শ্বাসরুদ্ধপ্রায়। দুঃজনক হলেও সত্য যে, এসব অপরাধীর অধিকাংশই মুসলমান (!), ধরা হয় তারা আখিরাতের উপরে বিশ্বাসী। তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি, তারা আখিরাতে বিশ্বাসী মুসলমান। তবে আখিরাতের জবাবদিহিতা যাকে সামান্যও পাপ বর্জনে উৎসাহিত করে না, আখিরাতের প্রতি তার ঈমান আছে তা কি বিশ্বাসযোগ্য? একথা দিবালোকের মত সত্য যে, আখিরাতের জবাবদিহিতার তাড়া থাকলে কারো পক্ষে এ সব অপকর্মে সামান্য অংশগ্রহণ করাও কি সম্ভব? তা হলে আমি কিভাবে মেনে নেব, তাদের আখিরাতের উপর বিশ্বাস রয়েছে? আর তা যদি না মানতে পারি তাহলে আখিরাতকে অস্বীকারকারী মনেপ্রাণে মেনে নেয়ার পরেও আমি তাকে কি করে মুসলমান বলে স্বীকার করে নেব!