আখিরাতে গত্যন্তর না থাকার কারণে সবাইকে জবাবদিহি করতে বাধ্য থাকতে হলেও পার্থিব জীবনে কিন্তু জবাবদিহিতাকে মেনে নেয়া মোটেও সহজ কাজ নয়। প্রকৃতিগত দিক থেকেই মানুষ জবাবদিহিতাকে পছন্দ করে না। আমরা অনেকেই মনে করি, জবাবদিহিতা ব্যক্তিস্বাধীনতাকে খর্ব করে। স্বমর্যাদাকে কমিয়ে দেয়। নিজের স্বার্থকে নিয়ন্ত্রণ করে। আমি ভুলের ঊর্ধে, আমি প্রশ্নাতীত, আমি বুনিয়াদী, আমি এই সেই সাত পাঁচ- আমাকে আবার জবাবদিহি কেন করতে হবে- এমনি একটি ধ্যান- ধারণা আমাদের সমাজে কম-বেশি প্রচলিত। এ জন্য জবাবদিহি-মুক্ত স্বাধীনতা ভোগে আমরা প্রায় সকলেই অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা কেউ কারো ধার ধারি না। কারো তোয়াক্কা করি না। আসলে এটি সমাজের জন্য কোন শুভ লক্ষণ নয়।