ড্র দিয়েই শুরু করলেন কার্লো আনচেলোত্তি।ফলাফল যাই হোক না কেন আনচেলোত্তির উপর আস্থা হারাচ্ছি না। একে তো প্রথম ম্যাচ তার উপর সময় পেয়েছেন খুবই কম৷ তাই ফলাফল নিয়ে একদমই হতাশ হচ্ছি না।
তবুও কিছু অভিযোগ থেকেই যায়। এস্তেভাও কে স্টার্ট করা নিয়ে কোনোরকম আপত্তি ছিল না। যেহেতু প্রথম হাফে ব্যার্থ সেহেতু আমার মনে হয় ২য় হাফের শুরুতেই এস্তেভাওকে তুলে অ্যান্টোনিকে নামাতে হতো । রিচার্লিসনকেও ২য় হাফের শুরুতে সাব করলে হয়তো ভালো হতো৷
ভ্যান্ডারসন বেশ ভালোই মিস করেছে, ব্রুনো গিমারায়েস কেও সাব করাতে হতো। সবথেকে বড় কথা খেলায় নেই কোনো কম্বিনেশন, কয়েক মিনিট পর বল পেলে কয়েক সেকেন্ড লাগে বল হারাতে। আমরা ঠিক মতো পাস দিতে পারিনা বললেই চলে।
আশা করি আনচেলোত্তি সমস্যা গুলো ধরতে পেরেছেন। নেক্সট ম্যাচে বেটার
Saymon Ahmed
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
ripon92
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?