1.যে সবার সাথে তাল মিলিয়ে চলে সে ভয়ানক।
2.তুমি না জানলেও তোমায় বলে রাখি...! আমার প্রথন গোলাপ আমি তোমায় দিয়েছিলাম।
3.-ওই জার্নাল আমাদের লাইব্রেরিতে রাখা যায় না?
-ওসব জার্নালের অনেক দাম। বাজেচন্দনপুরের লাইব্রেরির পক্ষে ওসব বই এবং জার্নাল রাখা সম্ভব নয়। তবে তোমরা তো যথেষ্টই সচ্ছল। বই কিনলে পয়সা নষ্ট হয় না। বই না পড়লে জীবনই সম্পূর্ণ হয় না। ইংরেজিতে একটি কথা আছে-'লিটারেচার মেকস আ পার্সন।'
4.আমি নদীর মত।
প্রতিটি ঘাটের মানুষ মনে করে আমি তার, শুধু আমি জানি আমি কার
দীপঞ্জলি
5.সে যে বহু দিন আগে আমি করেছি কি ভুল পৃখিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রুপসীর মুখ ভালোবেসে।
Saymon Ahmed
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?