1.কারোও স্বপ্ন নষ্ট করে কোনদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না।
2.মানুষ তখনই একলা থাকতে চায়, যখন তার সাজানো স্বপ্ন গুলো চোখের সামনে ভেঙে যায়।
3.কখনো কখনো পরিবারের সুখের জন্য, নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটা কেও ভেঙে ফেলতে হয়।
4.কাউকে স্বপ্ন দেখাতে অনেক সময় লাগে, কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে দিতে লাগে এক সেকেন্ডের চেয়েও কম সময়।
5.চোখের আড়াল হলে ভালোবাসা কমে না, স্বপ্নের পথ চলা কখনও যে থামে না।
Saymon Ahmed
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?