1.যাকে নিয়ে বেঁধেছিলাম স্বপ্ন সুখের ঘর। বুঝিনি সে ছিল স্বপ্ন ভাঙ্গার কারিগর।
2.স্বপ্ন কখনো সত্যি হয় না জেনেও সেই স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই জীবন।
3.আমরা সবাই স্বপ্ন দেখি। কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত কয়জন করি। যে করে সে তার উন্নতির পথে এগিয়ে যায়।আমরা সবাই স্বপ্ন দেখি। কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত কয়জন করি। যে করে সে তার উন্নতির পথে এগিয়ে যায়।
4.বনের পাখি বনে থাকবে ঘরে ফিরবে না কোনোদিন, কিছু স্বপ্ন স্বপ্নই থাকবে বাস্তব হবে না কোনোদিন।
5.যদি জানতাম তোমার কষ্টের কারন হবো আমি, তবে তোমাকে নিয়ে কখনোই স্বপ্ন দেখতাম না।
Saymon Ahmed
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?