1.স্বপ্ন দেখা ভালো, তবে এমন কোন স্বপ্ন দেখা উচিত না যেটা কোনদিনই পূরণ হওয়ার নয়।
2.মানুষ বড়ো অদ্ভুত। ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে। কিন্তু একদিন ছেড়ে গিয়ে বলবে ভালো থাকিস।
3.সত্যি তোমার কোন দোষ ছিল না। আমি একটু বেশী স্বপ্ন দেখেছিলাম।
4.মেঘলা আকাশ, বইছে বাতাস, আবছা চাঁদের আলো। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, স্বপ্ন দেখা ভালো।
5.স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে নেই। স্বপ্নে একমাত্র শক্তি আছে, যা মানুষকে বেঁচে থাকতে বাধ্য করে।
Saymon Ahmed
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?