1.ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে, তুমি রাঙ্গিয়ে নিও তোমার মন, অবুঝ এ মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে তুমি সাঁজিয়ে নিও তোমার জীবন।
2.পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো। শুধু একবার বল, ভালোবাসিস আমায়?
3.একমুঠো ভালোবাসা একমুঠো সুখ, যেন খুজে পাই, দেখে তোমার মুখ। আমার জোসনা রাতের ফুল, তোমায় আমি দেখবো বলে, হয়ে আছি বেকুল।
4.তুমি সবচেয়ে চমৎকার, সুন্দর, সংবেদনশীল এবং অশ্চর্য। তুমিই আমার সব।
5.আমি তোমার মনে নয় বরং তোমর হৃদয়ে থাকব। মন ভুলে যেতে পারে, হৃদয় সবসময় মনে রাখবে। আমি তোমাকে ভালবাসি প্রিয়।
Md Marup gazi Gazi
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Saymon Ahmed
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?