প্যারাগুয়ের বিপক্ষে কেমন একাদশ হতে পারে তা সম্পূর্ণই আনচেলোত্তির উপর নির্ভর করছে। তবে আমি আমার পছন্দের একাদশ নিয়ে একটু আলোচনা করি। আনচেলোত্তি ইকুয়েডরের বিপক্ষে ৪-৩-৩ ফর্মেশন খেলায় ৪-৩-৩ ফর্মেশনেই একাদশ সাজিয়েছি। যেহেতু আমাদের নেক্সট ম্যাচ জিততে হবে সেহেতু একটু অ্যাটাকিং বেস ফুটবল খেলা প্রয়োজন বলে আমি মনে করি।
গোল কিপার : অ্যালিসন বেকার ( অপরিবর্তিত)
লেফট ব্যাক: কার্লোস অগাস্তো ( আলেক্স সান্দ্রো ডিফেন্সিভলি যথেষ্ট ভালো খেলেছে,যেহেতু আমাদের অ্যাটাকে সহায়তা লাগবে সেহেতু আমার মনে হয় অগাস্তো বেটার অপশন)
সিবি: মার্কুইনহোস + আলেক্সান্দ্রো রিবেইরো ( অপরিবর্তিত)
মিড: ব্রুনো গিমারায়েস + আন্দ্রে সান্তোস + ক্যাসেমিরো ( গত ম্যাচে গার্সন খারাপ করায় আন্দ্রে সান্তোসকে রেখেছি৷ এখানে মিডফিল্ডারদের পজিশন নিয়ে প্রশ্ন তুলতে পারেন তবে এরা সবাই সিএম, ডিএম দুইটাতেই পারদর্শী। তাই পজিশন নিয়ে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।
আক্রমণ ভাগ: ভিনি+কুনহা+রাফিনহা ( গত ম্যাচে অতিরিক্ত বাজে করায় রিচার্লিসন এবং এস্তেভাও এর পরিবর্তে কুনহা এবং রাফিনহাকে অন্তর্ভুক্ত করেছি৷)
যেহেতু ২৩ জনকে স্কোয়াডে রাখতে হবে সেহেতু আমার মতে এস্তেভাও এবং দানিলোকে বাদ দেয়া উচিত। এই ছিল আমার পছন্দের একাদশ। যেহেতু আমাদের সবার পছন্দ আলাদা আলাদা তাই মতামতেও পার্থক্য থাকতে পারে। তাই আপনিও আপনার পছন্দের একাদশ কি তা জানাতে
Saymon Ahmed
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?
Ananta Sarkar
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?