আজকের ম্যাচে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের সলিড ডিফেন্স। মিডফিল্ড এ নিয়ন্ত্রণ ছিল না জন্য ম্যাচ টা চোখের দেখায় একদমই বাজে মনে হয়েছে। তবে হতাশার মধ্যেও আশার আলো আমাদের ডিফেন্স লাইন। ভেন্ডারসন কিছু মিস করলেও যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। এলেক্স সান্দ্রো, রিবেইরো, মার্কুইনহোস, ভেন্ডারসন সবাই মিলে একদম সলিড ডিফেন্স করে গেছেন। সো এই বিষয়টা কিন্তু আমাদের মানতেই হবে।
ডোরিভাল এর আমলে কোনোদিন ডিফেন্স নিয়ে সন্তুষ্ট হতে পেরেছেন? নিশ্চয়ই না। কিন্তু আনচেলোত্তির প্রথম ম্যাচেই ডিফেন্ডারদের সলিড পারফরম্যান্স আমরা পেয়েছি। অ্যালিসনও যথেষ্ট ভালো ছিল।
মিড নিয়ে কিছু বলার নাই৷ মিডে নিয়ন্ত্রণ ছিলনা বলেই পুরো ম্যাচ বিচ্ছিরি লেগেছে। ফরোয়ার্ড দের নিয়ে কথা বললে বলব ভিনি আজকে যথেষ্ট ভালো খেলেছে, তাকে নিয়ে অভিযোগ নেই। রিচার্লিসন, এস্তেভাও হতাশ করেছে। আমি আগেও বলেছি এস্তেভাও এখনও জাতীয় দলে স্টার্ট করার মতো ম্যাচুর্ড না। হালকা বডি, বল না ছাড়া, একা গোল করার চেষ্টা এগুলাই বলে দেয় এস্তেভাও এর আরও সময় প্রয়োজন।
নেক্সট ম্যাচে রাইট উইং সামলাবে রাফিনহা আর অ্যান্টোনি। আশা করি ফরোয়ার্ড নিয়ে আমাদের সমস্যা হবে না। তাহলে বলা যায় ডিফেন্স আর ফরোয়ার্ড ঠিকঠাক, বাকি শুধু মিডফিল্ড।একটু সময় দেন আনচেলোত্তি সেটাও ঠিক করে
Saymon Ahmed
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?