10 w ·Traduire

গোয়ালা আর লোভী দোকানদার
(শিক্ষামূলক গল্প)

এক গ্রামে বাস করত এক সৎ গোয়ালা (দুধ বিক্রেতা)। সে প্রতিদিন ভোরে উঠে গরুর দুধ দোয়াত এবং তা শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। তার দুধ ছিল বিশুদ্ধ ও খাঁটি। শহরের এক দোকানদার তার নিয়মিত ক্রেতা ছিল। কিন্তু সেই দোকানদার ছিল খুবই লোভী।

একদিন দোকানদার মনে মনে ভাবল,
“এই গোয়ালার দুধে পানি মিশানো আছে কিনা, তা পরীক্ষা করা দরকার। যদি দুধে পানি মেশানো থাকে, তাহলে আমি তাকে কম দাম দেব।”

সে একটি ওজন মাপার পাল্লা বের করে গোয়ালার দুধ মাপল। তখন সে কিছু কম ওজন পেল।
সে চিৎকার করে বলল,
— “তুমি দুধে পানি মিশিয়ে আমাকে ঠকাচ্ছো! আমি এর থেকে কম দাম দেব।”

গোয়ালা শান্তভাবে জবাব দিল,
— “ভাই, আমি দুধে পানি মিশাই না। আপনি যদি চান, তাহলে কাল আমার পাল্লায় আপনি নিজেই ওজন মাপতে পারেন।”

পরদিন গোয়ালা তার পাল্লা নিয়ে এলো, এবং দোকানদার নিজ হাতে ওজন করল। এবার ঠিক ওজন পেল।
তখন গোয়ালা বলল,
— “ভাই, আপনি যে চিনি বিক্রি করেন, আমি প্রতিদিন তার পাল্লা দিয়েই আমার দুধ মেপে থাকি।”

এ কথা শুনে দোকানদার লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে বুঝল, নিজেই ওজনে কম দিচ্ছিল, আর গোয়ালাকে দোষারোপ করছিল।

গল্পের শিক্ষণীয় বিষয়ঃ
🔹 অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে যাচাই করা উচিত।
🔹 লোভ মানুষের বিবেক নষ্ট করে দেয়।
🔹 সততা এবং ন্যায়ের পথে থাকাই সবচেয়ে ভালো।
🔹 অন্যের প্রতি অবিচার করলে একদিন নিজেই লজ্জিত হতে হয়।

1 m ·Traduire

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
2 m ·Traduire

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
3 m ·Traduire

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
4 m ·Traduire

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image