10 w ·Tradurre

গোয়ালা আর লোভী দোকানদার
(শিক্ষামূলক গল্প)

এক গ্রামে বাস করত এক সৎ গোয়ালা (দুধ বিক্রেতা)। সে প্রতিদিন ভোরে উঠে গরুর দুধ দোয়াত এবং তা শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। তার দুধ ছিল বিশুদ্ধ ও খাঁটি। শহরের এক দোকানদার তার নিয়মিত ক্রেতা ছিল। কিন্তু সেই দোকানদার ছিল খুবই লোভী।

একদিন দোকানদার মনে মনে ভাবল,
“এই গোয়ালার দুধে পানি মিশানো আছে কিনা, তা পরীক্ষা করা দরকার। যদি দুধে পানি মেশানো থাকে, তাহলে আমি তাকে কম দাম দেব।”

সে একটি ওজন মাপার পাল্লা বের করে গোয়ালার দুধ মাপল। তখন সে কিছু কম ওজন পেল।
সে চিৎকার করে বলল,
— “তুমি দুধে পানি মিশিয়ে আমাকে ঠকাচ্ছো! আমি এর থেকে কম দাম দেব।”

গোয়ালা শান্তভাবে জবাব দিল,
— “ভাই, আমি দুধে পানি মিশাই না। আপনি যদি চান, তাহলে কাল আমার পাল্লায় আপনি নিজেই ওজন মাপতে পারেন।”

পরদিন গোয়ালা তার পাল্লা নিয়ে এলো, এবং দোকানদার নিজ হাতে ওজন করল। এবার ঠিক ওজন পেল।
তখন গোয়ালা বলল,
— “ভাই, আপনি যে চিনি বিক্রি করেন, আমি প্রতিদিন তার পাল্লা দিয়েই আমার দুধ মেপে থাকি।”

এ কথা শুনে দোকানদার লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে বুঝল, নিজেই ওজনে কম দিচ্ছিল, আর গোয়ালাকে দোষারোপ করছিল।

গল্পের শিক্ষণীয় বিষয়ঃ
🔹 অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে যাচাই করা উচিত।
🔹 লোভ মানুষের বিবেক নষ্ট করে দেয়।
🔹 সততা এবং ন্যায়ের পথে থাকাই সবচেয়ে ভালো।
🔹 অন্যের প্রতি অবিচার করলে একদিন নিজেই লজ্জিত হতে হয়।

রেস্টুরেন্টে গেছিলাম..!😊
সবাই দেখি তাদের gf নিয়া বসে আছে..!🙂💔
সিট খালি নাই..!🙂

—আমি ফোনটা কানে নিয়ে জোরে জোরে চিল্লাইয়া বললাম...!😎😈
' dost তুই কই..?

image
1 m ·Tradurre

Messi 2025 🤗💐🤗🤗🤗🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷








রেস্টুরেন্টে গেছিলাম..!😊
সবাই দেখি তাদের gf নিয়া বসে আছে..!🙂💔
সিট খালি নাই..!🙂

—আমি ফোনটা কানে নিয়ে জোরে জোরে চিল্লাইয়া বললাম...!😎😈
' dost তুই কই..?

image
2 m ·Tradurre

Barsa 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😄😄😍😍😃😍😍









স্টুরেন্টে গেছিলাম..!😊
সবাই দেখি তাদের gf নিয়া বসে আছে..!🙂💔
সিট খালি নাই..!🙂

—আমি ফোনটা কানে নিয়ে জোরে জোরে চিল্লাইয়া বললাম...!😎😈
' dost তুই কই..?

image
6 m ·Tradurre

Jursy ,,🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷






স্টুরেন্টে গেছিলাম..!😊
সবাই দেখি তাদের gf নিয়া বসে আছে..!🙂💔
সিট খালি নাই..!🙂

—আমি ফোনটা কানে নিয়ে জোরে জোরে চিল্লাইয়া বললাম...!😎😈
' dost তুই কই..?

image
7 m ·Tradurre

Hi hello hello 🤗 nssjhcwakavao a,w shz,js😆🤔💫🤔😘😍🤧🤧😚🇧🇷🥰🤔😘🇧🇷🥰🤔🥰🥺🤧😆🤧🥰😄😍😃😃🇦🇷😃😃🇦🇷🇦🇷😃🇦🇷🇦🇷😃🇦🇷😃🇦🇷😃🇦🇷😃





রেস্টুরেন্টে গেছিলাম..!😊
সবাই দেখি তাদের gf নিয়া বসে আছে..!🙂💔
সিট খালি নাই..!🙂

—আমি ফোনটা কানে নিয়ে জোরে জোরে চিল্লাইয়া বললাম...!😎😈
' dost তুই কই..?

image