একটা বাস্তব কথা।। যার পকেটে টাকা আছে সমাজে তার মূল্য আছে । যার পকেটে টাকা নাই। সমাজে তার মূল্য নাই ।যার পকেটে টাকা আছে সে রাস্তা দিয়ে বের হলে তার আগে যার টাকা আছে তার পিছে অনেক মানুষ ঘুরে । আর যার পকেটে টাকা নেই । সে বিপদে পড়লেও কেউ এগিয়ে আসে না । তাকে সাহায্য করার জন্য । এটাই বাস্তব।
Saymon Ahmed
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?