বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন। ৮ জুন, রবিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চাটিহাটি গ্রামে দ্বিতীয় আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে নাসরিন সিদ্দিকীকে দাফন করা হয়।
বঙ্গবীর কাদের সিদ্দিকী দাফনের আগে সকলকে তার স্ত্রীর জন্য দোয়া করার জন্য অনুরোধ করলে তিনি কাঁদতে শুরু করেন।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী রবিবার জোহরের নামাজের পর টাঙ্গাইল শহরের পিটিআই স্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত করেন। নিহত ব্যক্তি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। দাফনের আগে সকালে নাসরিন সিদ্দিকীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার টাঙ্গাইলের বাড়ির সামনে পার্ক করা ছিল। সেখানে তার পরিবারের সদস্য, অনুসারী, বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সহকর্মীরা জড়ো হয়েছিলেন।
জানাজায় বঙ্গাইব কাদের সিদ্দিকীর বড় ভাই, প্রাক্তন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং জেলা জামায়াত ইসলামের আমির আহসান হাবিব মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য বিষয় হল, নাসরিন সিদ্দিকী ৭ জুন, শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Saymon Ahmed
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Ashraful Asker
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?