সুর্যের প্রথম আলো যখন জানালার কাঁচ ছুঁয়ে যাচ্ছিল, রিয়া দেখলো আবির তখনও গভীর ঘুমে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। গতরাতে ছাদে বসে অগণিত তারার মাঝে ওরা নিজেদের খুঁজেছিল। আবিরের বলা প্রতিটি কথা যেন রিয়ার হৃদয়ে সুর তুলছিল।
আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। এক বছর আগে এই দিনে হাতে হাত রেখে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছিল তারা। পথটা সহজ ছিল না, ছিল অনেক বাঁক, কিছু ঝড়ো হাওয়া। কিন্তু ভালোবাসার সুতোয় বাঁধা পড়েছিল তাদের জীবন। আবির চোখ খুলতেই রিয়াকে দেখে মুচকি হাসল, "শুভ বিবাহ বার্ষিকী, আমার ভালোবাসা।" রিয়া আবিরের বুকে মাথা রেখে বললো, "তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক একটা কবিতা, আবির।" তাদের ভালোবাসার গল্পটা এভাবেই রোজ নতুন করে লেখা হয়। সবই তো এক নিয়মেই চলে কেন তাহলে তুমি আজ অন্যর ঘরে আমার হলে কি এমন খতি হতো তুমার জানতে ইচ্ছা করে খুব জান।
Saymon Ahmed
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?