1.জীবন আমার ধন্য হলো,তোমায় কাছে পেয়ে।
একই সাথে ভেসে যাবো, ভালোবাসার নৌকা বেয়ে।।,
2.বাগানে ফোটে ফুল, দেখতে অনেক লাল
তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।।
3.বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাছের পাতা নড়ে
সারাদিন তোমার কথা শুধু মনে পড়ে
4.আকাশ দিয়ে পাখি উড়ে নিচে পড়ে ছায়া..
তোমার জন্য সারাদিন আমার লাগে মায়া।।
5.তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার আশা।
জীবন মরন তুমি আমার, তুমি ভালোবাসা।।