📍চমৎকার সুন্দর একটি গজল লিরিক্স 📍
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান
তুমি মেহেরবান
আমি পাপী গুনাগার
তুমি ছাড়া কে আছে আর
ক্ষমা করো তাওবা করি বারে
ইয়া রাহিম রহমান ইয়া কারিমু মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান
তুমি মেহেরবান
জেনে না জেনে হাজার পাপের সাগরে
ডুব দিয়েছি পথ হারিয়ে হারিয়ে ভুলে
নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে
জুলুম করেছি বারে
ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান
পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে
চলতে পারি না ক্ষমা করো রহমান দিয়ে ।