1.জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে.
মন চায় হারিয়ে যাই. কোনো এক দুর অজানায়.
যেখানে আকাশ মিশে হবে একাকার.
আর তুমি ”রাজকুমারী“ হবে শুধু আমার.
2.ভালো সবাইকে বাসা যায় না
আর যাকে ভালোবাসা যায়
তাকে ভুলে থাকা যায় না !!
3.আমি মেঘের মতো চেয়ে থাকি.
চাঁদের মতো হাঁসি. তারার মতো
জলে থাকি বৃষ্টির মতো কাঁদি.দূর
থেকে বন্ধু তোমার কথা’ই শুধু ভাবি
4.ভালোবেসেছি যখন নেভাবও আমি
বিপদে তোমার পাশে থাকব আমি।
জীবনটা উপভোগ করব তোমার সাথে
কিন্তু মরণ এলে মরব প্রথম আমি
5.খুজে দেখো মনের মাঝে, আছি
আমি স্বপ্নের সাঁজে তোমার ওই
চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।