8 안에 ·번역하다

তোমাকে দেখলে একরকম শান্তি লাগে, যেন সব কোলাহলের মাঝেও তুমি একটা নরম নিরবতা। কথা না বললেও, তোমার উপস্থিতিই অনেক কিছু বলে দেয়। জানি না এটা ভালো লাগা, নাকি কিছু তার চেয়েও বেশি—তবে এটুকু জানি, তুমি মন ছুঁয়ে যাও প্রতিদিন, নিঃশব্দে, নিঃশর্তে।

image