1.আমার স্বপ্নগুলো প্রতিদিন পাল্টায়। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান।
2.আমার স্বপ্ন গুলো কাচের দেয়ালে বন্দি দেখা যায়। কিন্তু ছোঁয়া যায় না।
3.কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও। কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না।
4.নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন গুলি ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্ন গুলো সাজাতে পারবে না।