1.মানুষ বড়ো অদ্ভুত। ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে। কিন্তু একদিন ছেড়ে গিয়ে বলবে ভালো থাকিস।
2.সত্যি তোমার কোন দোষ ছিল না। আমি একটু বেশী স্বপ্ন দেখেছিলাম।
3.স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে নেই। স্বপ্নে একমাত্র শক্তি আছে, যা মানুষকে বেঁচে থাকতে বাধ্য করে।
4.মেঘলা আকাশ, বইছে বাতাস, আবছা চাঁদের আলো। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, স্বপ্ন দেখা ভালো।
5.দেখা হয়নি হবে না কভু, যতদিন বেঁচে থাকি তুমি স্বপ্ন হয়ে রবে, দুঃখের মাঝামাঝি নির্ঘুম রাতে।