এই যে ছবিটি ওনা একজন মেম্বার দরদী ওনায় অনেক মেহনত করতেছে ওনাকে সমাজবাসী অনেক পছন্দ করে আসেন উনার আচার ব্যবহারও আমার কাছে খুব ভালো লাগে কোন একজন ধার্মিক অনারে মেম্বারি পাশাপাশি রাইফেল কাজ করে এসে টাকার উপরে প্রতিবার সেটিপিএস করছে বলে ওরা স্যালারি আমরা শাওন আলী লিডারশিপ নিবেন এবং ভাই চেষ্টা করেন করার জন্য হয়েছে কিন্তু ওনার ছবি দেখলে মনে হয় অল্প বয়সের অনেক আগের ছবি মাই খুব কথাবার্তা অনাচার আচরণ ব্যবহার অনেক মাধুর্যতা আছে উনার সাথে আমার পরিচয় সাথে কথাবার্তা হয় আমাকে অনেক আদর্শ করে সম্মান করে লোকটা নামাজি সব সময় লোক নামাজ পড়ে তসবিত আলেম অনেক মহব্বত করে সমাজ সুন্দরভাবে বিচার ব্যবস্থা এবং ওরাই কোনো দুর্নীতির মধ্যে জড়িত না রাস্তার মধ্যে যে জড়িত নয় ভালো অনেক মানুষ একজন বারবার থাকবেন সমাজের সাথে আমাদের কোন তুলনাই হয় না

Mdalam Mia60
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟