ছবিতে দেখা ফুলটি ড্রাগন ফল গাছের, যা রাতে ফোটে বলে একে "রাতের রাণী" বলা হয়। এর সাদা পাপড়ি ও হলুদ বৃন্ত সৌন্দর্যের এক অনন্য প্রকাশ। সাধারণত এই ফুল রাতে ফোটে এবং সকালে ঝরে যায়। ক্যাকটাস জাতীয় এই গাছের ফুল থেকে উৎপন্ন হয় পুষ্টিকর ড্রাগন ফল। ফুলটি দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি এর গুরুত্বও অনেক। রাতের অন্ধকারে এমন ফুল প্রকৃতিকে করে তোলে আরও রহস্যময় ও মোহনীয়।

MD Rayhan
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?