10 i ·Oversætte

ভালোবাসা , চার অক্ষরের খুব ছোট একটি শব্দ । কিন্তু তার বিস্তৃতি বহুদূর । আমাদের হৃদয়, হৃদয়ের গভীর, এমনকি হৃদয়ের গভীর থেকে বের হয়ে জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে ভালোবাসার বিস্তৃতি ।
ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার প্রেম নয় । আমরা ভালোবাসি আমাদের বাবা মা কে, ভাই বোন কে, সন্তানকে, দাদা- দাদী, নানা- নানী, বন্ধূকে । জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই ভালোবাসা বিরাজমান । যে সম্পর্কে আছে শ্রদ্ধা, স্নেহ, সম্মান সেখানেই আছে ভালোবাসা ।
"আমি তোমাকে ভালোবাসি" বলে আমরা কারও প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি শব্দে । কিছু কিছু সময় নিজের অজান্তেই মনের ভেতর থেকে বেরিয়ে যায় "আই লাভ ইউ" শব্দটি । যেমন আমি আমার ছোট বোন কে বলি মাঝেই মাঝেই, আবার আমার দুইটা মেয়ে কলিগ আছে যাদের কেও মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আবেগাপ্লুত হয়ে বলি "আই লাভ ইউ" । ভালোবাসা এমনই, কোন বাধা মানতে নারাজ । তবে সবাইকে কিন্তু আবার এই শব্দটি বলা যাবেনা তাহলে বেধে যাবে বিপত্তি ।

তবে "আই লাভ ইউ" কিংবা "আমি তোমাকে ভালোবাসি" এই শব্দটি ছাড়াও পাশে চলতে চলতে, একসাথে থাকতে একজন মানুষের আরেকটি মানুষের প্রতি ভালোবাসার আবেগ অনুভূতি প্রকাশ পায় তার কাজে কর্মে আর জন্ম নেয় ছোট ছোট ভালোবাসার গল্প । জীবনের সম্পর্ক গুলোর এমনই কিছু ছোট ছোট ভালোবাসার গল্প নিয়ে আমি লিখতে যাচ্ছি "ছোট ছোট ভালোবাসার গল্প"
আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে ভালোবাসার বহিঃপ্রকাশ একেক সম্পর্কে একেক রকম । আমরা আমাদের বাবা মা কে একভাবে ভালোবাসি, ভাই বোনকে, সন্তানকে একভাবে আবার আমাদের সঙ্গী বা সঙ্গিনী কে একভাবে, আবার একজন ব্লগার তার সহব্লগারদের ভালোবাসেন আরেকভাবে । প্রতিটি ভালোবাসাই সুন্দর । আমার প্রতিটি সম্পর্কেরই ছোট ছোট ভালোবাসার গল্প নিয়ে লেখার ইচ্ছে আছে ।
তবে আজকে শুরুটা করছি একজন ছেলে তার প্রেমিকা বা স্ত্রীকে কিভাবে ভালোবাসে তা দিয়ে ।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।