10 안에 ·번역하다

না পাওয়া প্রেমের গল্প:

নাম তার আরিফ। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষেই প্রথম দেখায় ভালো লেগে যায় তাহার। নাম ছিল নীলা। শান্ত, হাসিখুশি আর সহানুভূতিশীল—একদম আরিফের স্বপ্নের মতো।

প্রথমে দূর থেকে দেখত, ক্লাসে কিছু বলতে সাহস হতো না। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। মাঝে মাঝে আড্ডা, লাইব্রেরিতে বই আদানপ্রদান, পরীক্ষার আগের রাতগুলোতে নোট শেয়ার—সবকিছুই যেন আরিফকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল।

তার মনে হচ্ছিল, হয়তো নীলার মনেও একই অনুভুতি জন্ম নিয়েছে। একদিন সাহস করে জানিয়ে ফেলে—"নীলা, আমি তোমাকে ভালোবাসি।"

নীলা মৃদু হেসে বলেছিল,
"আরিফ, তুই দারুণ একজন বন্ধু। কিন্তু আমার মনে তোকে নিয়ে কখনো তেমন কিছু আসেনি। আমি এখনো আমার পুরনো সম্পর্ক থেকে পুরোপুরি বের হতে পারিনি। আমি তোকে কষ্ট দিতে চাই না।"

মুহূর্তেই যেন আরিফের বুকটা হালকা হয়ে গেলো, কিন্তু সেই হালকাতা ছিল না কোনো স্বস্তির—বরং একধরনের শূন্যতা।

এরপরেও বন্ধুত্বটা রেখেছিল, তবে আগের মতো করে আর কিছুই হয়নি। কথা কমে যায়, দেখা-সাক্ষাৎ দূর হয়ে যায়। সময়ের সাথে সাথে আরিফ নিজেকে ব্যস্ত রেখেছে পড়াশোনায়, নতুন স্বপ্নে। তবু নীলার কথা মাঝেমাঝেই মনে পড়ে—বিশেষ করে বৃষ্টির দিনে, যখন জানালার পাশে বসে সে চুপচাপ চা খায়।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
7 시간 ·번역하다

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 시간 ·번역하다

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 시간 ·번역하다

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 시간 ·번역하다

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।