1.সময় এক মাত্র মানুষকে সব দুঃখ ভুলিয়ে দিয়ে নতুন করে বাঁচতে শেখায়।
2.রাগ এবং ঝড় দুটোই এক রকম; ঠান্ডা হওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে ।
3.সময় যদি সব ভুলিয়ে দিত স্মৃতি কি তবে তৈরি হতো ?সময় সেইটুকুই ভোলায়, যেটুকু মানুষ ভুলতে চায়!বাকিটা স্মৃতি হয়ে সারাজীবন মনেই থেকে যায়।
4.সময় খুব অভিমানী, তাকে অবহেলা করলে সেও মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে; একবারও পিছন ঘুরে তাকাবে না।
5.হাসিটা বন্ধ করো না কষ্ট সবাই এনে দেবেকিন্তু আনন্দ কে তোমায় নিজেই খুঁজে নিতে হবে।