মায়ের কন্যা সন্তান হিসেবে জন্মানো যেমন ভাগ্য,
তেমনি প্রথম সন্তান হিসেবে কন্যা হয়ে জন্মানো চরম সৌভাগ্য!
মায়ের প্রথম মেয়ে শুধু মেয়েই হয় না বরং যত্নে গড়া একটা পুতুল হয়।
মেয়েকে চুলে ঝুঁটি বেঁধে দেয়া, নতুন ডিজাইনের জামা ট্রাই করা, ম্যাচিং ড্রেস পরা এমনকি বউ সাজানোর বাকিও কোন মা রাখে না।
মেয়েটা যখন বড় হয়ে যায় তখন মায়েরা নিজের মেয়েকে বেস্টফ্রেন্ডের মতো ট্রিট করে।
সুখ-দুঃখের গল্প শোনায়, জীবনে নিজের করা বিভিন্ন ভুল থেকে মেয়েকে সতর্ক করে।
নিজের পূরণ করতে না পারা অনেক স্বপ্ন মেয়েকে দিয়েই পূরণ করে।
একটা মেয়েই তার মায়ের সুখে-দুঃখে, অসুস্থতায় সবার আগে এগিয়ে আসে।
মা-মেয়ের সম্পর্কটা এমন যেখানে শাসন, অভিমান, খুঁনসুটি থাকে কিন্তু ভালোবাসা ও আন্তরিকতার কোন অভাব থাকে না।
আর একটা মেয়ে সন্তান সব মায়েরই প্রবল প্রতীক্ষার।
মেয়ে শূন্য ঘর যেন খাঁ খাঁ মরুভূমি। যে ঘরে মেয়ে থাকে সে ঘরে শান্তির জন্য কোন ফুলের প্রয়োজন হয় না।মেয়েরা নিজেই একেকটা ফুল🌸
আর আমার ঘরের এই ফুল টা সব সময় আমার ঘরকে সুগন্ধ ও সৌরভে মাতিয়ে রাখে 🌹
#মা
Sadia Akter
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?