10 i ·Översätt

গল্পের নাম: চিঠির অপেক্ষা

রাহুল আর নীলা—একই কলেজের দুই ভিন্ন জগতের মানুষ। রাহুল একটু চুপচাপ, বইয়ের পোকা। আর নীলা? সে যেন রঙিন বসন্ত! হাসি, বন্ধু, গল্প—সবকিছুর মধ্যমণি। একদিন কলেজ লাইব্রেরিতে বই নিতে গিয়ে রাহুলের চোখে পড়ে নীলার পড়া এক চিঠি, ভুলে রেখে গেছে।

সাদা কাগজে নীল কালি।
“প্রতিদিন তোমায় না দেখলে মন খারাপ হয়ে যায়। কিন্তু সাহস পাই না কিছু বলতে...”
– লিখেছিল কেউ, নাম নেই।

রাহুল সেই চিঠি নিজের কাছে রেখে দেয়। কৌতূহল হয়—কাকে লেখা? কে লিখেছে?

দিন যায়। রাহুল নীলার আশেপাশেই থাকে, চুপচাপ ভালোবাসায় ভরে ওঠে তার হৃদয়। কিন্তু কখনো বলে না। হঠাৎ একদিন নীলা হারিয়ে যায় কলেজ থেকে, খবর পাওয়া যায় না।

দুই বছর পর, এক বইমেলায় রাহুল একটা ছোট চায়ের দোকানে চিঠির মতন এক নোট খুঁজে পায় –
“তুমি কি সেই রাহুল? যে কখনো কিছু বলেনি, তবু সব বলেছিল চোখে চোখে?”

রাহুল চেয়ে থাকে—সামনেই দাঁড়িয়ে আছে নীলা। চোখে পুরনো হাসি, হাতে সেই কলম যেটা দিয়ে চিঠিটা লেখা হয়েছিল।

এইবার আর রাহুল চুপ থাকে না।
সে বলে ফেলে—“তোমায় আজও ভালোবাসি, নীলা।”

নীলার চোখে জল, ঠোঁটে হাসি।
কখনো কখনো, একটা চিঠিই বদলে দিতে পারে পুরো জীবন।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।