গল্প: শেষ চিঠি
রাত প্রায় ১১টা। রুমের কোণায় রাখা পুরনো ট্রাঙ্কটা খুলে বসে আছে রুমা। ট্রাঙ্কের নিচের খোপে পাওয়া গেল একটি হলুদ চিঠি, লেখাগুলো কিছুটা মলিন, কিন্তু ঠিকই পড়া যায়—
"রুমা,
তুই যখন এই চিঠিটা পড়বি, আমি হয়তো অনেক দূরে। জানিস, তোর হাসিটাই ছিল আমার বাঁচার কারণ। কিন্তু সময় আমাদের মতো গরিবদের জন্য অপেক্ষা করে না…"
রুমা থমকে যায়। চিঠিটা লিখেছে নিলয়—তার ছোটবেলার বন্ধু, প্রথম প্রেম। অভাবের কারণে নিলয় বিদেশে পাড়ি জমিয়েছিল। তারপর কোনো দিন আর যোগাযোগ হয়নি।
চোখের কোণে জমে ওঠা জল মুছে রুমা আবার পড়ে—
"তোর জন্য একটা উপহার রেখে গেলাম, ট্রাঙ্কের নিচে খুঁজে দেখ। যদি একদিন মনে পড়ে—জানিস, কেউ এখনো তোকে ভালোবাসে।"
রুমা ট্রাঙ্কের নিচে হাত দেয়। এক টুকরো কাপড় মোড়ানো ছোট বাক্স। খুলতেই—একটা সোনার হার! চোখ ভিজে ওঠে।
দেয়ালের ঘড়িতে তখন ১১:১১।
কিছু ভালোবাসা হারিয়ে যায় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে।
Md Jihan Jihan
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?