10 میں ·ترجمہ کریں۔

পিতামাতার মৃত্যুর পরও তাদের সন্তানদের সাথে ভদ্র আচরণ করা অপরিহার্য, ঠিক যেমন জীবিত থাকাকালীন তাদের প্রতি ভদ্র আচরণ করা আবশ্যক। নবী (সা.) পিতামাতার মৃত্যুর পর সন্তানদের চারটি সৎকর্ম সম্পাদন করার নির্দেশ দিয়েছেন।





عَنْ أَبِي أُسَيْدٍ يُحَدِّثُ الْقَوْمَ قَالَ‏:‏ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ رَجُلٌ‏:‏ يَا رَسُولَ اللهِ، هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ بَعْدَ مَوْتِهِمَا أَبَرُّهُمَا‏؟‏ قَالَ‏:‏ نَعَمْ، خِصَالٌ أَرْبَعٌ‏:‏ الدُّعَاءُ لَهُمَا، وَالِاسْتِغْفَارُ لَهُمَا، وَإِنْفَاذُ عَهْدِهِمَا، وَإِكْرَامُ صَدِيقِهِمَا، وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لاَ رَحِمَ لَكَ إِلاَّ مِنْ قِبَلِهِمَا‏.



অর্থ: আবু উসাইদের বর্ণনা অনুযায়ী, আমরা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে ছিলাম। আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট থাকুন। এক ব্যক্তি বলল, "হে আল্লাহর রাসূল!" আমার বাবা-মায়ের মৃত্যুর পর কি তাদের সাথে ভালো ব্যবহার করা সম্ভব? "হ্যাঁ," সে বলল।



চারটি পদ্ধতি আছে। ১. তাদের জন্য দোয়া করা। ২. তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা। ৩. তাদের প্রতিশ্রুতি রক্ষা করা।



চতুর্থ, তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা, যারা তাদের মাধ্যমে আপনার আত্মীয়। (হাদিস, ইবনে মাজাহ: ৩৬৬৪)



অতএব, আমাদের বাবা-মায়ের মৃত্যুর পরেও, আমাদের তাদের সাথে সম্মানের সাথে আচরণ করা

উচিত।

image
2 گھنٹے ·ترجمہ کریں۔
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
3 گھنٹے ·ترجمہ کریں۔

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 گھنٹے ·ترجمہ کریں۔

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 گھنٹے ·ترجمہ کریں۔

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 گھنٹے ·ترجمہ کریں۔

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।