গতকাল বাংলাদেশ এবং সিঙ্গাপুর ফুটবল ম্যাচ ছিলো প্রথম বারের মতো স্টেডিয়ামে বসে বাংলাদেশ ফুটবল টিমের খেলা দেখতে গেলাম, এতো দর্শক সুন্দর সাজানো স্টেডিয়াম খুব ভালো লাগছে, আসলে সরাসরি খেলা দেখা আর টিভিতে অনেক তফাৎ, সরাসরি খেলা দেখে যে মজা পাবেন,সেটা টিভিতে পাবেন না, সত্যি কথা বলতে বাংলাদেশ টিমের খেলা দেখে খুব বেশি ভালো লাগছে ভালো স্ট্রাইকার থাকলে রেজাল্টটা অন্যরকম হইতো যদি ও আমাদের ভুলে আমরা হারতে হলো, দিনশেষে খেলা দেখে ইউরোপের ফুটবলের ফিল পাইছি 👌
এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল ⚽
হারলে ও বাংলাদেশ জিতলে ও বাংলাদেশ ✌️
কারণ দিনশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাঙ্গালী 🫶🤝

Md Joynal abedin
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?