""যদি আমরা আমাদের সেই পিছনের বাংলাদেশ ফুট বল টিমের দিকে তাকাই তাহলে বুঝা যাবে আসলে আজকে আমাদের টিম কোথায় আছে,,
আগের দিকে তাকালে বুঝবেন আজকে যেই পরিমান দর্শক স্ট্যাডিয়ামে খেলা দেখার জন্য গিয়েছে মনে হয়েছিল ক্রিকেটের সেই পঞ্চপান্ডব মাঠে নেমেছে,,
খেলতে তো আমরা কেউ আজে বাজে কমেন্ট না করে আমাদের এই টিম টাকে শুভকামনা জানাই তবে আমরা এই আশা করতে পারি ইনশাআল্লাহ,,
হামজা চৌধুরী যেহেতু এই দলে আছে এশিয়ার ভিতরে নাম্বার ওয়ান দল হবে এটা আমাদের -
এই দলের জন্য মনের অন্তস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইলো-
