গানের নাম: বেইমান মাইয়া
ধরন: ফোক/লোক গান
বেইমান মাইয়া,
আমারে তুই কেমনে গেলি ভুইলা?
মন দিলাম তোরে, তুই হইলি পর,
কেন এমন করলি, কিসেরই দুঃখ ভর?
তোর চাহনি আছিলো জ্যোৎস্নার মতন,
মিঠা কথায় বাঁধলি আমার মন।
হাসিমুখে দিলি প্রেমের কসম,
আজ কইলারে তুই হইলি মিথ্যাবাদী মানুষজন?
ওরে বেইমান মাইয়া,
ভুলাইয়া দিলি প্রেমের ছায়া।
তুই তো খেললি মন নিয়া,
কেন এমন করলি, কিসের বিচার চায়।
তোরে লইয়া স্বপ্ন গাঁথছি, ঘর বানাইছি রে,
মনের দেউল বানাই, নাম লিখছি রে তোরে।
সেই দেউলে আগুন লাগালি, হায়,
একটুকরো ছাইও রইল না আর পাই।
ওরে বেইমান মাইয়া,
ভুলাইয়া দিলি প্রেমের ছায়া।
তুই তো খেললি মন নিয়া,
কেন এমন করলি, কিসের বিচার চায়া?
---
[ব্রিজ / বিরতি অংশ - সলো সুরের জায়গা]
(শুধু বাদ্যযন্ত্র — একতারা, ঢোল, বাঁশি বা মন্দিরা)
জানতাম না তুই হইবি এমন,
যারে চাইলাম, সে হইল অচেনা জন।
আল্লারে ডাকছি, দিছে না উত্তর,
তোর ভালোবাসা আছিলো কেবল ছলনায় ভর।
[শেষ কোরাস — ধীরে ধীরে শেষ]
বেইমান মাইয়া,
ভুলা যায় না তোর মিঠা ছায়া।
চোখের জলে ভাসে তোর ছায়া,
তবুও কই— তুই বেইমান মাইয়া… # # # ######পোস্ট করার নিয়ম টাইম লাইনে পোস্ট করতে হলে সর্বনিম্নে 400 অক্ষরে হতে হবে | ব্লক পোস্ট সর্বনিম্ন 1200 অক্ষরে হতে হবে | পিকচার আপলোড করলে সেই পিকচারের অবশ্যই একটি নাম দিয়ে আপলোড করতে হবে | কমেন্ট করতে হলে অবশ্যই সেটি 50 অক্ষর হতে হবে | এর কম যদি হয় তাহলে পেমেন্ট পাবেন না |