কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এই ড্রকে আর্জেন্টিনার জন্য বলা যায় সম্মান বাঁচানো ফলাফল।
ম্যাচের ২৪তম মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত একক প্রচেষ্টায় এগিয়ে যায় কলম্বিয়া। এরপর সমতায় ফিরতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮০তম মিনিট পর্যন্ত।
সে সময় ডি-বক্সের বাইরে থেকে নেওয়া থিয়াগো আলমাদার নিচু শটেই আসে আর্জেন্টিনার সম্মানরক্ষার গোল।
