আমার পরম শুভাজ্ঞ যে তুমি আমার প্রেমে পড়ে ছিলে,
অভিমানে ঢাকা ছিল চোখ, তাই বুঝে উঠতে দেরি হলো।
তোমার চুপচাপ অপেক্ষা, তোমার না বলা কথাগুলো,
সবই ছিল ভালোবাসা—কিন্তু আমি সেগুলোকে অবহেলা বলেছিলাম।
তুমি পথের ধুলো হয়েও আমার পায়ে ফুল রেখে গেলে,
আমি তাকিয়ে ছিলাম আকাশে, তাই মাটির সৌন্দর্য হারালাম।
তুমি চাইলে না কিছুই, শুধু পাশে হাঁটার অনুমতি,
আর আমি খুঁজেছি চিহ্ন, খুঁজেছি প্রমাণ—ভালোবাসা মেপে মেপে।
আজ বুঝি, আমার সবচেয়ে নিঃস্ব দিনের আড়ালেই
তোমার ভালোবাসা ছিল সবচেয়ে সমৃদ্ধ গান।
আমার পরম পাপ—তোমায় অনুভব না করা,
আর পরম শুভাজ্ঞ—তুমি সত্যিই আমার প্রেমে পড়ে ছিলে।
Md Joynal abedin
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?