ফুটবল শুধু দৌড়াদৌড়ি আর স্কিল প্রদর্শনের খেলা না বুদ্ধিরও খেলা। পরিস্থিতি বুঝে ভালো অভিনয়ও করতে পারাটাও একটা স্কিল।ফাহিমকে ফাউল করার পর রিপ্লে দেখার পূর্ব পর্যন্ত মনেই হয়নি গুরুতর ফাউল করেছে অথচ ফাহিম যদি আর দু চারটা গড়াগড়ি দিত মনে হয় রেফারিও ভুল সিদ্ধান্তটা দেয়ার আগে আরও কয়েকবার ভাবত (অভিনয়টা ফুটবলের একটা অংশ বলা চলে পরিস্থিতি বিবেচনায় আর্টও বলতে পারেন, ফুটবল খেলা বুঝেন ও দেখেন এমন যে কেউ এটাতে দ্বিমত করবেন না নিশ্চয়) আর তার সতীর্থরাও আরো জোরালো আবেদন করতে পারত।Well played Bangladesh, bad luck ( শেষ মিনিটের বলটা গোলবারে না লেগে জালে জড়ালে ফলাফলটা সাপোর্টারদের এতটা পোড়াতো না )

image
image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।